অধিবেশন স্থগিত কাঁপলো ঢাকা শহর
বর্বরতায় উঠলো মেতে টিক্কা খানের দোসর।
টিক্কা খানের ফোনটি পেয়ে পচিশে মার্চ রাতে
জেনারেল খাদিম কসাইখানা বানায় বাংলা মাকে।
স্বাধীনতার স্বাদ মিটাও আর হত্যা করো সব
শেখ মুজিবকে জীবিত ধরো বাকীরা হোক শব।


নির্বিচারে গণহত্যায় নামলো পাকিস্তান
মানুষ মেরে ঢাকা শহর করলো গোরস্থান।
কেমন করে ভুলবো বলো বিভীষিকার রাত
বাঙালীরা কাঁদে আজও কাঁদে গভীর রাত।
নিরস্ত্র বাঙালী সব রাতে ঘুমের ঘোরে
হায়েনারা অস্ত্র দিয়ে ঘুমের মানুষ মারে।


পচিশে মার্চ একাত্তরে সার্চলাইটের নামে
পাকবাহিনী চালায় গুলি নীল নক্সারই কামে।
ঘৃণ্য লক্ষ্যে কাজ করতে ঢাকা শহর জুড়ে
সারাদেশে চালায় গুলি বাঙালীর বুক চিরে।
বাঙ্গালী জাতির কণ্ঠরোধে পরিকল্পনা মতো
কাজ করে যায় নরপশু পাকসেনাদের যতো।


পঁচিশে মার্চ একাত্তরের কালো রাতের কথা
উঠলে মনে কান্না আসে বাঙালী পায় ব্যথা।
ভুলবে নারে বীর বাঙালী তোদের কোনোদিন
কসাই তোরা পাকবাহিনী শুধবে নারে ঋণ।
নির্লজ্জ এক জাতি তোরা বিশ্ব সেটা জানে
যুদ্ধে হেরে স্বাধীনতার বুঝলি শেষে মানে।


বাংলা-১২ চৈত্র ১৪২৮
ইংরেজী-২৬-০৩-২০২২
বাংলো-জেলা ও দায়রা জজ
সুনামগঞ্জ