মুখোমুখি কথা হয় না কতদিন
তবু হৃদয়ের যোগাযোগ চলছে;
মুখ ফুটে কোন কিছু বলনি তুমি
তবু হৃদপিন্ড সবকিছু বলছে।

হাতে হাত রাখতে পারনি কভূ
তবুও তো রাখতে চাও
এ কোন হাতের স্পর্শে
আমার ছোঁয়া তুমি পাও!

চোখ মেলে আমাকে দেখবে না গো
চোখের পাতায় আমি আছি
চাঁদের পাশের ওই শুকতারা হয়ে
তোমাকে নিয়েই তবু বাঁচি।

আজকে তোমার সবই রঙে রঙিন
বাদ পড়েনি  টোল পড়া গাল
কেউ দেখে না ওগো ভেতরের রঙ
শেষ লেখা কবিতা রক্তে লাল।