🌬🌬🌬🌡🌬🌬🌬
উন্নত আমরা উন্নত
উন্নত মমশীর এ
তোমাতে আমাতে ঘিরে।
সমাজ বিমুখ আজ
মানব ঘিরে।


রাস্তার পাশে বস্তা টানে লাখো যুবকে রা
সস্তা দামে র জামা বেচে লাখো যুবকে রা।
একদিন ছিল তাদের, স্বপ্নে বুকটা ভরা।
বাবা বলেছিল খোকা হবে বড় হবে-
লম্বায় শেষ করে পাশে আমি বাড়ছি
বড় হওয়া আর কি হবে।        


উন্নত আমরা উন্নত
উন্নত মমশীর এ
তোমাতে আমাতে ঘিরে।
সমাজ বিমুখ আজ
মানব ঘিরে।
রাজধানী তে মানুষ রাস্তায় ঘুমায়।
মানুষকে দেখো আজ মানুষ ঠকায়।


বিব্রত জীবন বিব্রত
আমিও স্বাধীন আমার পকেট ও স্বাধীন
শুধু প্রয়োজন গুলো আজো পরাধীন।
##########----------###############