ফু‌লেল বাসনার গ‌ন্ধে সুভাষ মা‌খি
উপবন ফু‌টে‌ছি‌লো নয়‌নে দে‌খি।
মহীরুহ ছায়া দি‌লো অবনী ভ‌রে
ডু‌বে মন আহ্লা‌দে কামনার প‌রে।


অ‌দ্রিসম উষ্ণতার বাহার সাঁ‌জি
সমীর‌ণে গন্ধবহ ভজ‌নে ম‌জি।
ভে‌বে পাই মার্জনা দরদ ভু‌লে
অ‌ভিপ্রায় পুলক য‌বে আনন হ‌লে।


লালনার নিশা যায় বিস্মৃত নয়‌নে
কৃপা ক‌রে হৃদ‌য়ে পাথার সমা‌নে
আঁধার শো‌ণিত বিভাবরী চারুতা
সে‌দি‌নের ত্রিযামা যায় নিদ্রালুতা।


তি‌মি‌রে রমনীর অ‌নিন্দ‌্য প্রিয়তা
ক্ষণদায় ভে‌বে যাই গত উষ্ণতা।
বৈশ্বনর মন ললা‌টের প্রসারণ
অন্বয় বাঁধা দেয় উদ্বাহ কারণ।


বিষন্ন এই প্রা‌প্তি অরা‌তির মায়া
চে‌য়ে‌ছিনু প্রিয় ক‌রে হয়‌নি জায়া।
রু‌ধির সু‌খে রে‌খে গে‌লে অ‌ভিসার
ভু‌লে যা‌বে বন্ধন একটু উষ্ণতার।