শিবের ছিল পুজারী চাঁদ সওদাগর
অন্য দেবীর প্রার্থনা তার কাছে পর।
সওদাগরের আরাধনা জ্ঞান পিপাসা
শিবের কন্যা মনসার হয় অভীপ্সা।


সওদাগরে অনীহায় সর্পদেবী প্রার্থনা
হৃদয় বীষে ব্যাথিত হলেন প্রবঞ্চনা।
ক্রোধান্বিত মনসাদেবী দিল অভিশাপ
সওদাগরের পুত্রদের বিনাশ চুপচাপ।


বেঁচে থাকে এক পুত্র সংশয়ী মনে
প্রয়াণ ভয়ের হৃদয়ে সর্প দংশনে।
মলিনমুখ লক্ষিন্দর বেহুলা বাসরে
সর্পদেবীর প্রবৃত্তি তাকে নাশ করে।


মৃতস্বামী ভেলায় চড়ায় ঘুরে বেহুলা
ছয়মাস বধু সদা মন মলিন একলা।
মনসাদেবীর কৃপা জীবন ফিরে পায়
হেসেছে প্রিয় স্বামী বেহুলা তাকায়।


ভুল বুঝে সওদাগর দেবী উপাসনায়
ভালবাসায় পূর্ণ পায় প্রণয় দুজনায়।
জোৎস্না ফুল খেলাতে মধুর যামিনী
অমর হয় লোকগাথায় বাসর কাহিনী