বেদ হ‌লো হিন্দু‌দের প্রাচীনতম গ্রন্থ
এ‌তে আ‌ছে বিশ হাজা‌রের বে‌শি মন্ত্র।
চার প্রকা‌রে তত্বজ্ঞানে বেদ বিভক্ত
প্রথম ভাষায় ছিল বৈ‌দিক সংস্কৃত।


ক্ষুধার্ত‌কে অন্ন দাও ঋ‌গ্বে‌দে আ‌ছে
কল‌্যা‌ণে মন স্থির ক‌রিও সর্বভূ‌তে।
সত‌্যবাদী হবার কথা অথর্ব‌বেদ ব‌লে
পাঠ ক‌রিও ‌সাম‌বেদ নীড় নিভৃ‌তে।


দৃঢ় ও অ‌জেও হও বলা যজূ‌র্বেদে
মু‌ক্তি চিন্তার কথা আ‌ছে উপ‌নিষ‌দে।
পাঠ ক‌রিও বেদ ম‌নে ধ‌্যান নি‌য়ে
তার প্রী‌তি রে‌খো ধ‌রে আপন চি‌ত্তে।


বে‌দের কথা পালন ক‌রো ধর্মম‌তে
বিশ্বা‌সের তব সফলতা হ‌বে কর্ম‌তে।