পিপাসায় কাতরতা কচুপোড়া খায়
সুখহীন অনুভূ‌তি আ‌বে‌গের দায়।
সতীর্থ হৃদয় সেথা থা‌কে অ‌পেক্ষায়
ভা‌ন্তির অখাদ‌্য খুঁ‌জে দেহ কৃশকায়।


অগণন কানকা‌টা তবুও নি‌র্বোধ!
বেহায়ারা দিশাহীন ব‌্যর্থতায় ক্রোধ।
আত্মম্ভরী চেতনায় তারা নি‌শি‌দিন!
অবজ্ঞায় শিক্ষাদাতা কান্ড জ্ঞানহীন।


গুরুর কদ‌মে নত মি‌লে বিফলতা !
যোগ‌্যহীন আ‌দে‌শের শত আত্মকথা।
নিরাশ সৃ‌ষ্টি‌তে মত্ত পায়াভারী বোধ
বিশ্বা‌সে আপন ধৃ‌ষ্টে ক‌রে মর্মন্তুদ।


বঞ্চনা শে‌ষে তা‌দের প‌রিণাম দ্বার
গুরু‌ শিষ‌্য অপদার্থ হয় শতবার।