ফু‌টে‌ছে ব‌্যথার ফুল গগ‌নে আমার
গন্ধহীন ভালালাগা বৃথা চেতনার।
উ‌ড়ে‌ছে মনন তথা বির‌হের শো‌কে
অতী‌তের দিনগু‌লো বিচ‌লিত দুঃ‌খে।


বাঞ্চনায় এ হৃদয় শুধু মি‌ছে মায়া
বিগ‌লিত অশ্রুঝ‌রে দেহ কৃশকায়া।
আ‌বেগের ভুল ফুল ব‌ক্ষে বি‌ধে আ‌ছে
অনুরা‌গে বৃথা চেষ্টা ল‌ভিনু সকা‌শে।


অ‌ভিপ্রায় নেত্রজ‌লে প্রিয়‌তির কথা
শোভাময় অঙ্গখা‌নি ম‌নে বা‌ড়ে ব‌্যথা।
জীব‌নের হলাহল ভ্রা‌ন্তির ছল‌নে
মু‌ছে দেই প্রিয়রূপ ক‌ঠোর যাত‌নে।


ভীষণ কষ্টের হয় অ‌নিদ্রার রা‌তি
গন্ধহীন ফুলগু‌লো হয়‌নি‌তো ভা‌তি।