ধূলায় রক্ত নিক্ষিপ্ত শোকের স্ফুরণ!
প্রলয় পাতে জর্জর কেঁপে উঠে মন।
ইয়াজিদী জুলুমে জ্বলে নবীর দীপ্তি!
রক্তে রচে যায় ইমামের শেষ কীর্তি।
বুকে ক্ষুধা মুখে রব শিশুর গর্জন!
সত্য অবিচল তবু আত্ম বিসর্জন।
কারবালা বুকে জ্বলে ঈমানের চিত্র
ফেনায়িত তৃষ্ণা ক্ষুধা তথায় পবিত্র।
শিশুর গর্জন শুনে বিদীর্ণ আকাশ!
কালের বিবির রক্ত হয়েছে বিনাশ।
ইর্ষাযুন্ত তলোয়ারে নিয়তির ভয়!
ঝঞ্জা বিক্ষুব্ধ প্রান্তরে ব্যার্থ অনুনয়।
তপ্ত মৃত্তিকায় পুড়ে শূন্য কণ্ঠে কথা!
মহরম চির স্মৃতি আত্ম ব্যাকুলতা।