উত্তাল প্রমত্ত মৃতসম নদী চিত্রা
যমুনার ভাঙ্গ‌নে বস‌তি অ‌নিদ্রা।
ফুলহা‌রে মি‌শে‌ছে শত প‌রিক্রমা
প‌লি জ‌মে ভরা‌টের প‌থে সুরমা।


মেঘনায় চরম জোয়া‌রের হতাশা
গঙ্গার স্রোতধারা চ‌লে কীর্তিনাশা।
অসহায় না‌গেশ্বরী চৈ‌ত্রের দুপু‌রে
খ‌ড়িয়ার গর্জন বিলীন অ‌চি‌রে।


শ্রীম‌তি নদী‌তে ভাটার অব‌হেলা
ঝু‌কিপূর্ণ হ‌য়ে আ‌ছে নদী ধরলা।
সর্পময় ভোগাই‌য়ে কংশ চি‌হ্ণিত
ঐ‌তি‌হ্যে বহমান বিষখালী মৃত।


ডাহুকের কাঁচাবা‌লি ছু‌টে এসে
মহানন্দায় মি‌শে যায় প্রয়া‌সে।
পাথ‌রের বসবা‌সে নদী রক‌তি
মরাখা‌লে প‌তিত হলো কাচম‌তি।


বন‌্যার ক্রন্দ‌নে জ‌লে মধুম‌তি
তীব্রস্রোত প্রবা‌হে চ‌লে গোমতী।
সারা‌বেলা কলতান বর্ষার সময়
জলকণা ছু‌টেছে নিজ আনন্দময়।