অদেখার রুপ তার করেছে ধারণ
মানবের মনে মনে শুধু বিচরণ।
প্রথমত বাচ্চাদের ছিল অগৌরব
ক‌ষ্ট পেয়ে শয়তান! তখন নীরব।


শুধায় তার বাচ্চরা শির নত ক‌রে
ধরনীর নীড়ে কেন চোররুপ ধ‌রে?
ইদানিং ভাবনায় তাহার চেতন !
ঢিল ছু‌ড়ে অন্ধকা‌রে ভাবে বড়মন।


দিন‌শে‌ষে শং‌কিত সৃষ্টি হল ক্ষয় !
প‌রিশ্রমে কান্নাকা‌টি নয় তার জয়।
রাত্রদিন বাচ্চা নি‌য়ে ঘুরঘুর ক‌রে !
মনে তার তীব্রজালা বেদনায় ভরে।


আধিপত্য খুঁজেছিল আড়ালে আবাসে
শেষে মিলে অবন‌তি শুধু অনায়া‌সে !