প্রিয় পত্নী ছে‌লে মে‌য়ে সব সংসা‌রে
দূ‌রে গে‌লে বিরহ বা‌ড়ে অ‌ধিকা‌রে।
আবৃত তারা যেন ‌আ‌লো আঁধা‌রে
‌বি‌চিত্র ক্লান্ত ঘোর মিল‌নের গানে।


অবয়ব স্মৃ‌তি‌তে ভা‌সে ক্ষীয়মান
উজ্জলতা হ‌য়ে আ‌সে শর্বরী মান।
বিজ‌রিত উষ্ণতা জ‌ন্মে হৃ‌দে ক্ষ‌ণে
ভু‌লে যায় যাতনা বির‌হিত ম‌নে।


সংসার স্রো‌তে মন বিচ‌লিত চ‌লে
ভারীসম বোঝা ব‌হে স্বত্তা কৃপা ক‌রে।
দায়ভার নি‌য়ে মন সু‌খে দুঃ‌খে চ‌লে
দূ‌রে থা‌কে স্ব‌স্থিতা আপ‌নে‌রে ভু‌লে।


‌ভে‌বে পায় হৃদয় মায়া মমতা ঘেরা
দিন‌শে‌ষে সব ভু‌লি সংসার ছাড়া।