নির্জন অরণ‌্যসম তন্দ্রাহারা মন
ঘু‌মেও কুয়াশাময় দে‌খি স্বপ্নভু‌লে
সমস্ত কল্পনা যেন ক‌রে আগমন
বাতায়ন পা‌শে একাকৃত অন্তরা‌লে।


ক্ষ‌ণি‌কের অবসরে কোথায় শান্তনা?
অব‌হেলা দোলা দেয় প্রিয়তম মুখ
শতরাত অ‌পেক্ষায় সহস্র যন্ত্রণা।
কেউ যেন কোন‌দিন নি‌য়ে গে‌ছে সুখ।


অব‌্যক্ত মনন! ফি‌রে নীরব নিভৃ‌তে
স্পর্শ তার স্মৃ‌তি হয়! বির‌হের কথা
সহসায় ফি‌রে আ‌সে ম‌নের অজা‌ন্তে
অধীর আগ্রহ নি‌য়ে ফুল মালা গাঁথা।


নিঝুম রা‌ত্রি তব উচ্ছাসী মন নি‌য়ে
অ‌ভিপ্রায় স‌ত্যি হ‌য়! মিলন ‌জ‌ড়ি‌য়ে।