প‌বিত্র আকসায় কাবা শ‌রিফ হ‌তে
প্রিয় নবীর গমন ‌ছিল এক রাতে।
মস‌জি‌দে নামা‌জে ইমাম‌তি শে‌ষে
বক্ষ ধূ‌য়ে জড়মুক্ত হ‌লেন নি‌মে‌ষে।


নবীর বয়স একান্ন মেরা‌জের সময়
কুরআ‌নে ব‌র্ণিত ক‌রেন কৃপাময়।
ঐশ্ব‌রিক শ‌ক্তি নি‌য়ে শী‌র্ষে আ‌রোহন
উপায় ছিল বি‌শেষ একটি বাহন।


বোরা‌কে সওয়ার প্রতি পদ‌ক্ষেপ
শেষ সীমায় উপ‌স্থিত দৃ‌ষ্টি নি‌ক্ষেপ।
১ম আকাশে ‌দেখা দি‌য়ে সপ্ত‌মে যান
সেথা গি‌য়ে আটজ‌নের সাক্ষাত পান।


রফর‌ফ বাহ‌নে যান আর‌শে আযীম
নেত্রদ্ব‌য়ের সম্মু‌খে রাব্বুল আলামীন।
মুগ্ধ হ‌য় নবী মহান দর্শ‌নে জান্নাত
অর্থবহ অ‌নিন্দ‌্য হ‌লো সেই রাত।


ছা‌ব্বি‌শে রজব ইসলাম ধর্মম‌তে
‌বিশ্বাসীরা মে‌নে যা‌বে জান্না‌তে।
বিজ্ঞা‌নে বিস্ময় মেরা‌জের রাত
প্রমা‌ণিত শতবার বিনা অজুহাত।