ভাগ‌্যদো‌ষে রাজা ফ‌কির হ‌য়ে যান
দাহ‌্যতে বে‌ড়ে উ‌ঠে নি‌জের উদ‌্যান।
কর্মতে ভাল নয় ভাগ‌্য দোষী ক‌রে
আত্না হ‌লে অপ‌বিত্র নিন্দনীয় ভ‌রে।


কর্মের ফল পা‌বে ভাগ‌্য সহায়ক
ধর্মতে ইসলাম ক‌রে‌ছে নির্ণয়ক।
কর্ম ভাগ‌্য সমান্তরাল একপ‌থে চ‌লা
সাধনয় সাধ‌্যম‌ত নয়‌তো অব‌হেলা।


সহ‌জে ভাগ‌্যদোষ সত‌্য এটা নয়
নিজ কর্মে ফলাফল যথাযথ রয়।
এই ধরণীর মানুষ ভাগ‌্য বদলায়
সফল হ‌য়ে চেষ্টার মূল‌্য সে পায়।


নিজ ক‌া‌জ সত‌্যফল পা‌য় সবাই
বদলায় সব‌কিছু তার ক‌র্মের দায়।