সষ্ট্রার কা‌ছে নি‌জ ইচ্ছাকে সমর্পন
মহাগ্রন্থ মে‌নে তার হয় প‌রিচালন।
মুহাম্মদ শেষ নবী বিশ্ব মানবতার
যু‌গে যু‌গে ইসলাম ক‌রে‌ছে বিস্তার।


হিন্দু শাশ্স্র শ্রু‌তি স্মৃ‌তি দু‌ই বিভক্ত
ধর্মতে বেদ তাঁ‌দের অ‌ধিক গুরুত্ব।
হিন্দুতত্ত্ব মূ‌লে আ‌ছে গুরু ও শিষ‌্য
এই ধর্ম সনাতন না‌মেও অ‌ভি‌হিত।


যীশু শিক্ষায় খ্রিষ্ট ধর্ম বিক‌শিত
প‌বিত্র বাই‌বে‌লে তা র‌য়ে‌ছে গ্রথীত।
যীশু‌কে ইশ্ব‌রের পুত্র মনে ক‌রে
খ্রীষ্ট ধর্মের বিস্তার তাঁর অনুসা‌রে।


সাম‌্য মৈত্রীর বাণী‌তে ধর্ম আগমন
সত‌্য ধ‌র্মে দীক্ষালাভ ক‌রো মুক্তমন।