বিস্ম‌য়ে খুঁ‌জি প্রভা নিশা ভেদ ক‌রে
দাহ‌্য হয় সব দিন গু‌নে গু‌নে তা‌রে।
স্মৃ‌তির দ্বার খু‌লি দেবগৃ‌হে যাই
ঘনকা‌লো মেঘ যেন ফি‌রে পাই।


মন বাঁধা দেয় কষ্ট রু‌ধির বিবাদ
র‌চে যাই প্রলাপ চে‌য়ে আশীর্বাদ।
মি‌ষ্টি কথার ফুটন শু‌নি‌নি কত‌দিন
স্তব্ধ সু‌রের আঁ‌খি ঝ‌রে অন্তরীণ।


হৃদয় অন্ধকার হ‌লো মধুর ছ‌লে
আ‌বেগ স্নান ক‌রে যায় নেত্রজ‌লে।
অদৃশ‌্য! বাতায়ন পা‌শে ব‌সি নিভৃ‌তে
জমা‌টের শ্বাস ব‌হে ধীর অজ্ঞা‌তে।


অনুভ‌বে রুপস্রী ব‌্যকুল কন্ঠস্বর
জন্মান্ত‌রেও বিরহী আমার অম্বর।