আমার মা‌ঝে আ‌মিত্ব কভুও চি‌নি‌নি
স‌ত্যিকা‌রের আ‌মিকে তবুও জা‌নি‌নি।
হৃদয় দ্বার সহস্র বিফল চেষ্টায়
শূন‌্যতা পে‌য়ে‌ছে শে‌ষে মন‌ন তেষ্টায়।


নি‌জে‌কে চি‌নে‌ছে যারা প্রকৃত চেত‌নে
মানুষ তারাও ব‌টে ধ‌্যা‌নের ধার‌ণে।
সন্ন‌্যাস জীবন ছাড়া মন‌নের চি‌ত্তে
সাধনায় মত্ত তব হৃদয়ে আবৃ‌তে।


সে আশার প্রেম কভু বৃথা নয় সেথা
ইশ্ব‌রের ম‌হিমায় জয়গান গাঁথা।
স‌ত্যের সাধনা ছাড়া বৃথা মনকল্প
অ‌নেক কিছুর ভী‌ড়ে আয়ুজান অল্প।


আ‌মিত্ব চিন‌তে হ‌লে স‌ঠিক চেতন
শুদ্ধতার পথে ধ‌রো স‌ত্যের ধারণ।