ঘুমঘোরে জেগে ওঠে বসে দেখে একটা অমাবস্যার চাঁদ, স্বপ্নহীনেরা যেন এক একটা বৃক্ষের মতো,
রোগ, জ্বরা, ভবিষ্য-ভাবনা কালবৈশাখী সাইক্লোন এদের খুব একটা স্পর্শ করে না!
গন্তব্যহীন গন্তব্যে এঁরা  চলে অবিরাম,
যেন একএকজন গন্ধহীন মৃত মানুষের মিছিলে শামিল হতে পারে।