অনেক দিন কোনো কথা হয়'নি তোমাতে আমাতে দক্ষিণা হাওয়ায়,
লিলুয়া বাতাসে উড়েনি তোমার শাড়ীর আচল
বুড়িগঙ্গার তীরে দাঁড়িয়ে কাটেনি দুদণ্ড অবসর!
কোথায় যেনো কবে কেটে গিয়েছে সুর,
তবও এলোমেলো ভাবনায় ভেসে ওঠে তোমার স্নিগ্ধ কপোল,
আমি হরিয়ে যাই, আমি ভেসে বেড়াই তোমার ওষ্ঠে কোনে!