তুই হাত তালি দে,  আমি লাগাম টেনে ধরি আমার স্বপ্নের,
আমার ভুলে ভরা বইয়ের প্রতি পাতায় একে চলে পঁচা নর্দমার ক্লেদ!
আমি আমার ভুলে ভরা জীবনের যতি টেনে ধরি,
অগনিত মৌপোকা আমাকে করে ক্ষতবিক্ষত অবিরাম,  দে তুই হাত তালি দে!
আমার ভুলে ভরা জীবনের যোগ বা বিয়োগ সবই শূন্য আর শূন্য!
যদিও কখনও মেলানো হয়নি কোনো হিসেব,
অশুদ্ধ ব্যাকরনে আমার স্বপ্ন যখন অস্তমিত,
তখনও তুই শুধুই হাত তালি দে!
অগনিত ভুলে ভরা কবিতার খাতা যখন পঁচে যায়
নূড়ি পাথরের মতো,
আমার জীবন তখন অপ্রকাশিত স্বরচিত কবিতার মতো হারিয়ে যায় নর্দমায় ক্ষয়ে ক্ষয়ে,
তুই স্বপ্ন কূড়া দু'হাতে আমি পড়ে থাকি নিয়ে স্বপ্নের নূড়ি পাথর!