ভেদাভেদ হীন পৃথিবীকে তুমি করেছ বিভাজিত,
তোমার উষ্ম আস্ফালন বাড়িয়ে দিয়েছে ঘৃনা
রাজ্য হীন রাজত্বে আমার ছিলো না কোন অবাধ বিচরন;
আমার শিয়রে ছিলো না কোন রাজতিলক,
তবুও আমি ছিলাম তোমার রাজবন্দী!
তোমার জবর দখল আমাকে দিয়েছে  স্বাধীনতার স্বাদ!
আমাকে মুক্ত করার ছিলোনা কেউ তবুও আজ আমি সূর্যের মতো আলো ছড়াই মুক্ত আকাশে।
আমার ছিলো দেবতার অনুগ্রহ, তোমার অসীমতা বিলাশী মন।
একরাশ ঘৃনা তোমার ছিলো অর্জন,
জীবিকার সন্ধানে যেমন মানুষ চষে বেড়ায় লাঙ্গল
মৃত্তিকার তলদেশ ফুড়ে বেড়ে ওঠে জীবনের আলিঙ্গন,
তোমার ইচ্ছেয় পদ দলিত এক সকাল
কিন্তু রূখতে কি পরেছ জীবনের জয়োৎসব!
একরাশ সোনালী আভা নিয়ে এগিয়ে যায় যে জীবনের জয়োল্লাস,  তাকে রুখে দেয়ার স্পর্ধা তোমার নেই,
এই জয়োৎসবে তাই আমার বেড়ে উঠা!


আল আমীন আব্দুল্লাহ
কোয়ালালামপুর, মালয়েশিয়া।
০৯-০১-২০২১