পুরানো ভাবনাগুলো, আবার নতুন করে ভাবতে ইচ্ছে করছে
ইচ্ছে হলেই, যা ইচ্ছে তাই ভাবতে হবে!


না না না! এতো ভাবনা আসে কোথা থেকে
পরিবার না, সমাজ না, রাষ্ট্র না, বন্ধু না, কাণ্ডজ্ঞানহীন সমালোচক না।
নাহ পুরানো ভাবনাগুলো, আবার নতুন করে আর ভাবতে ইচ্ছে করছে না
না শুনতে শুনতে, আজ আর প্রশ্নটাও করতে ইচ্ছে করছে না।


ইচ্ছে না হলেও প্রশ্নটা অন্তত করতেই হবে, কেমন?
কান্ডজ্ঞানহীন সমালোচক বলে, যা কিছু বলি ভেবেচিন্তে বলি না
আসলে সত্যিটা হলো, অভ্যাসের কাছে জয়ী হতে পারি না।
বন্ধু বলে, বন্ধুর ভালো মনে মনে সইতে যে পারি না
আসলে সত্যিটা হলো, প্রাণের বন্ধু সবার কপালে জোটে না।
রাষ্ট্র বলে, যখন তখন না ভেবেচিন্তে যা ইচ্ছে তাই করি না
আসলে সত্যিটা হলো, রাষ্ট্র যে একটা দানবযন্ত্র আমজনতা তা বুঝে না।
সমাজ বলে, প্রচলিত নিয়ম ছাড়া নতুনকে গ্রহণ করি না
আসলে সত্যিটা হলো, বিশ্ব দরবারের স্বীকৃতি ছাড়া মানতে যে পারি না।
পরিবার বলে, কিভাবে যে সময় কাটাস কাজের কাম করিস না
আসলে সত্যিটা হলো, পারিপার্শ্বিক চাপটা আর সহ্য করতে পারছে না।


ভেবে দেখো অভিনব ভাবনাগুলো, আদৌ কি আলোর মুখ দেখবে না?
'না' এর কাছে পরাজিত হলে, জাতি তোমায় মানবে না।