ছোট্ট পাখি কিচিমিচি ডাকি-
         কহিল আমায় জানালায় বসে আজ
কার সাথে নাকি সন্ধি হবে আমার,ব্যাস।


মাধবীলতার রঙের আভা
         যেন তার মনে মেখে খুশিতে সে
পুচ্ছ নাচায় আর আনন্দ আবেগে
          সেই যেন মরে লাজে।


দেখ ছোট্ট পাখি,কি বল মিছামিছি?
         সন্ধি হবার আছে কে আমার?
কেইবা করবে সন্ধি,সবই তো আমার সখি
        তবে তার প্রয়োজনই  কিবা বাকী ?


সুধাল সে আমায় চুপিসারে, কিচিমিচি সুর ধরে
      " কারও সাথে নয় গো,
সে তোমারই প্রিয় বান্ধবী।
        যে তোমাকে ছেড়ে গিয়েছিল অভিমানে
পিছে ফেলে মায়া-বন্ধন, স্বপ্নের ডানা ফেলে
      আজ সে বুঝেছে ভুল,করেছে স্মরন তোমাকে।


সে যা করেছে তা করেনি'ক ঠিক
          হারিয়েছে বেশ, পেয়েছে কঠিন
তাই তো সে আসবে, তোমার পাশে বসবে
         মনের জানালা খুলে কথা বলবেই ঠিকঠিক।


মিটাবে সে আজ সকল দুঃখ
       হৃদয়ে লুকানো যত ক্ষত,
খবর পেয়েই তো এসেছি আমি
       পারি তাড়াতাড়ি যত।"


ছোট্ট পাখিকে বুকে টেনে নিয়ে
      কহিলাম আমি স্বগৌরবে  তারে-
" বন্ধু তো তুমি-
যে  দুসময়েরও পাশে থেকে খবর এনেছো বহি।"