এসেছিলে অনুপলে ভালবাসা নিয়ে,
দক্ষিণা সমীরণে বেজে উঠেছিল সপ্তরগ
সেই রাগে মোহিত হয়ে
ডানা মেলে দিয়েছিল জীবন।
তারপর চলেও গেলে-


তোমার অরুণ বরুন পা দু-খানি
আমার উঠানের যে অংশটি মাড়িয়ে গিয়েছিল,
সেখানে সবুজাভ তৃণ শয্যা পেতেছে।
গোধূলীলগ্নের পূর্বে অংশু মালী যখন অরুণা ছড়ায়,
সবুজাব তৃণে বসি স্মৃতির রোমস্থনে।
স্মৃতির ক্যার্নিভালে ভেসে উঠে
তোমার সে অপাঙ্গে তাকানো, নয়নাভিরাম হাসি
নীলাম্বরী পরিহিতা নীলপরী।


তারপর পিটুইটারি গ্রন্তি থেকে একরাশ ক্ষুধা
ঘিরে ধরে বুকের চারিপাশ,
মন্বন্তর শুরু হয়ে যায় আমার পৃথিবীজুরে।
চোখের গঙ্গায় উদ্ভাসিত হয় বেদনার আলোকচ্ছটা।
অংশু নিভে যায়, বিভাবরী ছড়িয়ে দেয় নিস্তব্ধতা
জোনাকিরা প্রসবনের ব্যথিত সুর তুলে।


ভালোবাসার এ মন্বন্তরে
নিরাশার সাগরে তরি ভাসিয়ে প্রাণের ব্যাকুলতা নিয়ে
বসে থাকি গন্তব্যহীন তোমাকে পাওয়ার আশায়।