যদি স্বপ্ন জাগে প্রাণে
মিশিয়ে দিওনা তারে গানে।
স্বপ্ন সেতো তোমার বাসনা
গান হলো সবার রসনা,
চিরদিন স্বপ্নটারে রেখে দিও মনে
স্বপ্ন থেকে স্বপ্নের সৃষ্টি প্রতিক্ষণে।


এক স্বপ্ন চলে যাই
আরেক স্বপ্ন বার্তা শোনাই
নব আনন্দের আগমনী ক্ষণ,
স্বপ্ন মরলে জীবনটা হয় বন।


জীবন নদীর মোহনায়
কত স্বপ্ন জাল বোনায়
ধরতে রুপালী স্বর্গ মাছ
তাইতো হৃদয়ে এত স্বপ্নের চাষ।


এক স্বপ্নের হয় সমাধি
আরেক স্বপ্নের সেইতো আদি,
সব স্বপ্ন যখন ফুরাই
জীবন তখন গতি হারাই,
গতিহীন জীবন এই
বেঁচে থাকার মানে নেই।