কবিতার বই এর নামটি মনে নেই,চেনা বানানের ভুল বার বার।
অকস্মাৎ স্মৃতির অতল থেকে উঠে আসে
শৈশবের প্রিয় গান,'দু'একটা লাইন
বারান্দায় পাখিটি বসেই উড়ে যায়।
মলিন আসবাব,মাকড়সার জাল দেয়ালের কোনে
বইয়ের সেলফ এ ধুলো রাশি…...
অসংখ্য প্রতিশ্রুতি ওপর শ্যাওলা জমে
বিষন্নতাকে ছিঁড়ে শুনতে পাই সুপারিবাগানে
মিহি হাওয়ার দীর্ঘশ্বাস
তবু জানালার পাশে দাঁড়িয়ে মনটা
ভালে হতে থাকে,
তোমার আসার শব্দ কানে এসে পৌঁছায়
দরজার কড়া নাড়া শুনে বুঝে যাই এসেছো।
অনেকটুকু দেরী হলেও জানি,মেনেই নেই
সময় ফুরোয়নি।।