এতো কোলাহল বাইরে তাও আমি দরজা বন্ধ করিনা
কেননা দরজা বন্ধ মানে এই নয় যে
বিচ্ছিন্ন হয়ে গেলাম সকল পার্থিব যাতনা হতে।
দরজার বাইরে কষ্টেরা বিবর্ণ পোস্টার নিয়ে  মিছিল পর মিছিল করে,করবেও
সকল জটিল জীবনের ছেঁড়া ধূসর পান্ডুলিপিরা
হাওয়ায় ভেসে বেড়াবে।
এবং পান্ডুলিপির সেই টুকড়োগুলো পড়ে থাকবে দরজার মুখেই।
তাই দরজা বন্ধ করার কথা ভাবিওনা কোনদিন।
পালিয়ে থাকা বা হারিয়ে যাওয়া হবেনা কোন কিছু থেকে,
কারণ  দরজার ওপাশই যে ভীড় করে আছে
অসুখ, আঁধার ক্লান্তি,অবসন্ন সময়ের মূহুর্তেরা।
দরজা খোলা থাকে তাই,রাখতেই হয়।
সকল বিষন্ন বেদনার কুয়াশামোড়া জীবন যাপনেরা
দরজা ওপাশে অপেক্ষা করে থাকবেই চাই না চাই,
তাই আমিও দরজা খোলা রাখি,
  তাদের জন্য আমার এ ঘর অবারিত দ্বার।
অদৃশ্য মুখোশ পরা অব্যক্ত যাতনার আড়ালে থাকি।
কিন্তু দরজার আাড়াল রাখিনা।
বাইরে এতো কোলাহল তাও আমি দরজা বন্ধ করিনা।


আমি তাও দরজা বন্ধ করিনা।


,