এক গ্রীষ্মের ঝাঁ ঝাঁ রৌদ্রের দিনে
একপশলা বৃষ্টি যদি মুচকি হেসে বলে
চল হারিয়ে যাই, আমি যাবোনা।
খুব ভোরে শিশির ভেজা ঘাসে পা ডুবিয়ে হেঁটে চলেছি
তখন যদি হাওয়া এসে কানে কানে বলে
শিউলি ফুল নেবে বা বেলফুল?
আমি কিন্ত নেবোনা।
বর্ষায় ঝুম বৃষ্টিতে ভিজতে থাকি পথের ধারে দাঁড়িয়ে
তখন সূর্য এসে খানিকটা আলো ছড়িয়ে দেবার বায়না ধরলেও
আমি সাফ মানা করে দেবো।
রাতের আকাশ তারাদেরও দেখা নেই হয়ত
অমাবস্যার রাত হতে পারে সেদিন
চাঁদ আনমনে  তিথি ভুলে আমাকে জোসনা
মাখিয়ে দিতে চাইলেও আমি মানবোনা।
বিকেলের পড়ন্ত আলোতে বসে আছি বারান্দায়
দখিনা বাতাস কিছু একটা বলতে ব্যস্ত হবে
আমি শুনবো না সত্যি বলছি।
আমি অনেক বার এবং বারবার কত কি
বলতে চেয়েছি কেউ তো শোনেনি।
কতদিন কান পেতে রয়েছি
একটি প্রত্যাশিত প্রতিশ্রুতির কথা কেউ একজন বলবে,বলেনি।
আমার বুঝি অভিমান হতে পারে না?
তাই আজ আমিও কিছুই শুনবো না বা বলব না বলে পণ করেছি।
কিন্তু অন্যরকম হয় সব,বদলে যায় বাকীটা
এমন কেউ সত্যি যদি অবসর পায় শোনার ও বলার,
তখন না হয়..........?থাক তখনেরটা তখন দেখা যাবে।