লেখকঃ মোঃ জহিরুল হোসাইন খান নাছিম।


দেখতে দেখতে গেলো কেটে আমার বাষট্টি বছর
সেই দেহেতে ব্যাধি এসে, করলো বসত ঘর
বাড়ছে আমার ভাবনা,  এ পৃথিবীর কেউ কারো না
এবাদতই হবে শুধু জীবন সহচর।


বাব-মায়ের নেই তুলনা, বন্ধু আমি যেই বলুকনা
আাঁধার পথে শক্ত মুঠে, বাবা ছাড়া কেউ হাত ধরে না
মিষ্ট কথায় মন ভিজায়,হয়না জীবন চলার উপায়
বাঁচতে হলে সইতে হবে বঞ্চনা আর অভাব নামক যন্ত্রণা।


ক্ষাণিক ক্ষণের সুখের তরে, একের পর এক যাচ্ছি লড়ে
রোধ বৃষ্টি ঝড়ে,
ভালো মন্দের হিসাব নিকাশ, এ বিষয়ে সবাই উদাস
কেহই মৃত্যুকে না ডরে।


অথচ আমরা হলেম অতিথি এক ছোট সরাইখানার
আসা আর যাওয়ার মাঝেই  সময় কখন যায় চলে য়ায়,
কখন যে সূর্য ডুবে আঁধার নেমে আসে, আমি ভাবছি বসে
কোন সাজেতে যাবো আমার শেষ ঠিকানায়?