"আমি যেদিন হারিয়ে যাব"


লেখকঃ মোঃ জহিরুল হোসাইন খান নাসিম।


আমি যেদিন হারিয়ে যাব
সেদিন তোমার পড়বে মনে
খোঁজবে তুমি মনে মনে ঘরে ঘরে
জানতে চাবে জনে জনে।


ঘুরবে তুমি এ পথ ও পথ বাঁকে বাঁকে
কখনো বা গাড়ীর চাঁপায় লাশের ভীরে
কিংবা তুমি খুঁজবে গিয়ে অগ্নিপোড়া ধ্বংসস্তুপে
পাবেনা তায়, আসবে ফিরে, কষ্ট বুকে থাকবে ঘিরে।


মাথার উপর ছাতার মর্ম  বুঝবে সেদিন
থাকবনা আর আমি যেদিন,
চাঁদ হারিয়ে খোঁজবে তুমি আঁধার  রাতে
সেদিন জোনাকিও  থাকবেনা আর তোমার সাথে।


শোক দুঃখের যন্ত্রণাতে
হৃদয় তোমার পোড়ে পোড়ে
অঙ্গার হয়ে দেহ তোমার
যাবে ঝরে একটু একটু করে।


যে সূর্যটা আলো ছড়ায়
ভূবনটাকে রাখছে জড়ায় ,
সজীব সতেজ তৃণ দোলায়
শ্বাস নিঃশাসের কর্ম শালায়।


সেটি যদি যায় হারিয়ে, আর না ফিরে
খোঁজবে কোথায় কোন সুদূরে ?
রাশি রাশি তারকা কী পারবে দিতে ?
একটি সূর্যের বিপরীতে ,পৃথিবীটায় আলোয় দিতে ভরে?