যেথায় নিজের কথা যায় না বলা
চলতে গিয়েও যায়না চলা
ইচ্ছে স্বাধীন চাদরে ঢাকা
এই কি স্বাধীনতা?


যেথায় মেয়ে আর ঘরের বঁধু
যন্ত্র শুধু, দুষ্টু লোকের মিষ্টি মধু
গোয়ালে রাখা খড়ের বোঝা
ইচ্ছে হলেই নিচ্ছে সোজা।


পানি পূর্ণ চোখের পাতা
এই কি স্বাধীনতা?


অস্ত্র যার মাজায় ঝুলে
সোনা দানা নেয় সে তুলে,
ক্ষমতায় সে মাথা
এই কি স্বাধীনতা?


মধ্য ঘরের জিম্মি বাবা
জ্ঞানী  গুনি  হয়েও হাবা
যুবকদের হিংস্র থাবা
ধর্ষিতা বোন দেখেও বোবা।


অস্ত্রের মুখে স্তব্ধ কথা
এই কি স্বাধীনতা?


মাদক ক্রেতা মজুদদারি
ঘরে  ঘরে পাতছে আড়ি
সুযোগ  পেলেই দলে ভিড়ায়
নিত্য নতুন পোশাক চড়ায়।


রাজনীতিতে শক্ত খুঁটি
যায়না খোলা তাদের মুঠি,
অপরাধীর পোষ্য হয়ে জন্ম নেয় আর নেতা
এই কি স্বাধীনতা ?