লেখকঃ মোঃ জহিরুল হোসাইন খান নাসিম।


কেউ নেই কেউ নেই আমার, এ পৃথিবীটা অন্ধকার
আমি আজ মৃত্যুর পথ যাত্রী,
বিশ্বাস নেই, ভালোবাসা নেই, নেই কোন স্বপ্ন আশা
আমি একা শুধু একা, চলছি পথ একাই দিন রাত্রি।


আমি যেদিন ভূমিষ্ট হই, কোন হৈচৈ শুনিনি
হয়তো সেদিন ভাগ্যে আমার, লিখা ছিল এমনি,
ধীরে ধীরে পায়ে পায়ে উঠছি বেড়ে
আক্রান্ত ব্যধিতে হবো নিঃশেষ, কেউ জানতেই পারেনি।


বাবা-মা এর স্বপ্ন, আশা, পারিনি দিতে কোন ভরসা
অসহায় ছিলাম আমি, আজও আছি অসহায়,
রোগ ব্যধিতে বাসা বাঁধে আমার
দেহ সত্ত্বায়।


কেউ নেই, নেই কেউ পাশে
ভালোবাসি যারে, সেই যায় ছেড়ে,
আমি আছি পড়ে অথৈ আঁধারে
বলে না কেউ, এসো, তোমার হাতটি দাও বেড়ে।


কেউ নেই,  নেই এমন, হয় আমার কষ্টের ভাগীদার
লাখো লাখো টাকা পারেনি দিতে রোগ মুক্তি আমার,
বাবা-মা এর চোখে অশ্রু, যদিও বলে না কিছু আর
রোগ ব্যধিতে পূর্ণ এ যে নেহার এর সংসার।


মৃত্যু আমার দ্বারে, বারবার কড়া নাড়ে
আমিও দেই নিজেকে বিলীন করে,
জীবনের মুক্তি যদিও হয় নাই চুক্তি
যন্ত্রণা আরও, আরও বহুগুণে যায় বেড়ে।