লেখকঃ মোঃ জহিরুল হোসাইন খান নাসিম।


আমি মানুষ , নিয়তির দাস, চারদিকে হা হুতাশ
কালের চক্রে দুঃস্বপ্ন করে গ্রাস,
আমি তন্দ্রায় নিজেকে খুঁজি, পাইনে আমি কে ?
পেয়েছি যকে ,সেতো ক্ষুধা,যে করে কিনা পরিহাস।


ভাবি এই নীলিমা বুঝি এক শান্তিপুরী
শুভ্র বসনে নিজেকে ঢেকে আছে, অসংখ্য হুরী,
নিষ্পেষিত মানুষ আর ক্ষুধার্ত হাজারো লাখো প্রানের
মিটাবে তৃষ্ণা, ক্ষুধা আর যন্ত্রণার আহাজারী ।


না তারাও পোশাকী, কুট কৌশলী
ব্যভিচারী, ভিতরে ভিতরে পোঁষে অহংকার,
কোথাও নাই নিষ্কলুষ, নিঃষ্পাপ আর শিশুমনা প্রাণ
খুঁজেছি ঘরে বাহিরে, পেয়েছি অনাচার ,পাইনি অন্য কিছু আর ।


বসেছি ধ্যানে , ধ্যান করি যার
সেও তো দেখি আমার,
শত চেষ্টাতেও পাইনি স্রষ্টাকে, পেয়েছি যাকে
সেতো এক মহারাক্ষুসী ক্ষুধা আর মিথ্যাচার ।


নিজেকে সাজাতে গড়েছি , বিন্দু বিন্দু ঘামে সুন্দর একটি ঘর
পাথরের খোদাই, বসিল সেথায় যেন জলসার আসর,
ভেবেছি কে কার , সবই তো আমার
খুশিতে উত্তাল হইল অন্তর ।


বিধি বুঝি তায়, হাসিল ধরায়
তার নৃত্যে ,এলো দৃপ্তে, এমন একটি ঝড়,
সবকিছু ধ্বংস হয়ে হলো একাকার, আমার বলিতে নেই কিছু আর
যা রহিলো সে তো ক্ষুধা, নিয়তির বর ।