কবিরাই কবি হ’ন, হ’ন সেরা কবিতার
আমি শুধু লিখে যাই,মনে যত আসে ছাই,
ছন্দটা রাখি সাথে,হয় যদি পতন তাতে
সৌন্দর্য্য হবে নষ্ট,পাঠকেরা হবে রুষ্ট, এই ভেবে তাই।


সমাজের দুর্গতি,ন্যায়ের যত খ্যাতি
সবকিছু হয় লেখা, আমার এই কলমে,
পাঠকগন, যে বুঝেন যেমন
মূল্যায়ন করেণ তাই সম্ভ্রমে।


হিংসা আর বিদ্ধেষ,চাই হোক নিঃশেষ
যত চাই, ততই যেন ধরে চেঁপে মনেতে,
সম্প্রীতি, রীতিনীতি,পরিনতি
সব নীতি বিদ্যমান আছে প্রায় জ’নেতে।


প্রেম প্রীতি ভালবাসা,ছোট্ট মনের বড় আশা
সবকিছু ঘটে আমার, লেখনির পাতাতে,
কার আছে কত সুখ,কার আছে ব্যাথা,এমন অনেক কথা
ভাগাভাগি করি আমি তাদের সাথে।


কাদা থেকে তুলি আমি,তামা,রূপা,সোনা তাই
যখন যেথায় যা কিছু পাই,
ঘষে মেজে রাখি সাজে, যদি লাগে কোন কাজে
ওরা আমায় দেয় ভরে মগজে, খাদ্য বোঝাই ।


হুটহাট কিছু আমি করিনা,অসত্য অন্যায় প্রশ্রই দেইনা
শক্তির লড়াইয়ে ,আমি বড়ই দুর্বল,
যদিও অকারণে, অনেক কথাই বলি আমি অনর্গল
তার মাঝেও সার কথা বলতে,লেখনি শক্তি সফল।


সমাজের কত কথা লিখি এই কলমে
অবিচার, ব্যভিচার, সু বিচার, রটনা কিংবা কুৎসার,
পারিনি যদিও ধর্ষন আর মানুষের দুর্গতি ফিরাবার
তবুও স্বপ্ন আমার, কেটে যাবে একদিন জন’মনের অন্ধকার।