লেখকঃ মোঃ জহিরুল হোসাইন খান নাছিম।


সবাই যখন ব্যস্ত তখন
ভাবি আমি বসে,
কি কারণে স্রস্টা আমায়
করলেন সৃষ্টি হেসে।


এ দুনিয়ার যোগ্য যদি
হতেম মনে প্রাণে,
স্রষ্টার হুকুম মানতেম যদি
ভালোবাসার টানে।


তাহলে কী এমন করে
থাকতে হতো বিমর্ষতায়?
জীবন যুদ্ধে হারতে হতো
নিত্য আমার নিতু হারায়?


সবাই যখন ব্যস্ত তখন
কলম হাতে আমি
হিসাব নিকাশ দেখছি কষে
সবই করছি ভন্ডামি।


মানব কুলে জন্ম নিলেম
মানবতাই নাই
ভালোবাসার স্থলে শুধু
নির্দয়তাই পাই।


আমার নেই কোন উপায়
শিকল লাগান পায়
আমি হাটতে পারিনা
আমি চলতে নিরুপায়।


কষ্টে গড়া ঘরটি আমার
আঁধার হয়ে কাঁদে
একদিন তা পূর্ণ ছিল
আনন্দ আহ্লাদে।


আমার ঠিকানা কোথায়?
খোঁজতে গিয়েও পাই যা খোঁজে
যন্ত্রণাময় কবর ডাকে
শুনি চোখ বুঁজে।