লেখকঃ মোঃ জহিরুল হোসাইন খান নাসিম।


আমি বহু পথ হেঁটেছি,এদিক সেদিক খুঁজেছি
কোথাও পাইনি খুঁজে তারে,
হঠাৎ দেখি আজ সেই মানসী,ঠোঁটে তার হাসি
দাঁড়িয়ে সে আমার দ্বারে।


দু’জনার চোখে চোখ গেছে পড়ে
পড়ে নাই পলক তার,
আমি তো হতবাক, নেই কোন হাক ডাক
অন্তরে ফুটে গেছে,ফুল একটি আমার।


তামান্না নাম তার,শুনেছি বহুবার
কখন যে এসে গেছে,সেই সুদূর সিলেট থেকে,
এমন হবে কখনো বুঝিনি, এর আগে চোখেও দেখিনি
বললাম তারে,যেওনা আর ফিরে,অসহায়দের বিপদে রেখে।


শুনেছি তোমার কথা,তুমি না-কি বুদ্ধিতে তে-মাথা
সুন্দরী, সুনয়না,মনোহরী লজ্জাবতী,
যদিও আছে ঘিরে,তারকারা তোমার চারধারে
ওরাও ভাবে তুমি না-কি সাক্ষাৎ দেবী সরস্বতী।


শুনেছি তুমি না-কি শত্রু মোকাবেলায় সিদ্ধ হস্ত ?
ঝড়ের বেগে খর্গ চালাও ,দুষ্টের ঘাড়ে,
আজ এসে গেছে সেই বেলা,তোমার খর্গ চালানোর খেলা
নিরীহ মানুষকে যারা জ্বলন্ত পুড়েছে ওদের দাও শাস্তি ধরে ধরে।


শত্রুর শক্তি মোকাবেলার তরে,তোমার যা দৈব শক্তি বল
সবই করো প্রয়োগ অনর্গল ।
সেই শক্তির বলে ,এক প্রান্ত হতে অন্য প্রান্তে
যাও ছুটে অবিরাম,করো তাদের ধরাতল ।


মানুষ নামে অমানুষ যারা অসংখ্য প্রাণ নিয়েছে কেড়ে  
ধন-সম্পদ, চলছে খুন,ধর্ষণ এমন আহাজারী শুনো প্রতিটি ঘরে ঘরে।
তুমি এসেছো , নিষ্ঠা তোমার সাথে
বিশ্বাস আমার, অর্থ-সম্পদের মোহে,তুমিও যাবে না দুষ্টের দলে ভিড়ে ।


তামান্না , তুমি প্রতিটি কাজে অনন্যা
তোমার উপর রয়েছে আস্থা, তুমি রবে অম্লান,
তোমার বুদ্ধি,মেধা,শক্তি সবকিছুতেই সর্ববলে বলীয়ান
তুমি গরীবের ত্রাণ,তুমি অনির্বাণ।


তুমি শুধু একটি মেয়েই নও,তুমি এক জ্বলন্ত অগ্নিপিন্ড
তোমার অসাধ্য সাধনে রয়েছে দক্ষতা,
মৃত্যুর পূর্বেও কখনোই করবেনা,অন্যায়ের সাথে আপোষ
প্রিয় পরিজনকেও করবেনা ক্ষমা,রাখবেনা এমন কোন অদক্ষতা।


ভালব‍াসবে তারে যে দেশকে ভালবাসে,জনগণকে ভালবাসে
ভালবাসে তার প্রিয় পরিজন,
দুঃখীদের পাশে একটু আদরে,দু’হাত বুলায়ে
বলো দৃঢ় কন্ঠে,আমি তামান্না,আছি তোমাদের পাশে সারাক্ষণ।