লেখকঃ মোঃ জহিরুল হোসাইন খান নাসিম।


তুমি বাংলার বহমান নদী নও, নও পদ্মা,মেঘনা যমুনা
তুমি সেবিকা, স্রষ্টার সৃষ্টির অহমিকা,
রোগ ব্যাধিতে আক্রান্ত, মানুষকে করো সুস্থ
তুমি ঐশ্বর্য এক অনামিকা।


তুমি অসহায় মানুষের কান্ডারী, তুমি স্বপ্নাচারী
দরিদ্রের সহায়,
ভালোবাসা দিয়ে রোগীকে করো উজ্জীবিত
ফিরেনা কেহই বিনা চিকিৎসায়।


প্রকৃতি তোমাকে নিয়ে ভাবছে প্রতিটি মুহুর্তে,
এ দেশ, এ জাতি থাকবে সর্বত্রই ক্ষ্যাতি
সেবার পেশায় নিয়োজিত যারা, নদীর অনুসরনে
আসবে এগিয়ে,ঘুছাবে দুঃখী'র দুঃখ,ছড়াবে আলোর দ্যোতি।


এ আমার বিশ্বাস, নদী পড়বেনা কোনো কারো আক্রোশে
চাবে না হতে সে বড়, গরীবের রক্ত চুষে,
চাবে না প্রাসাদসম বাড়ী কিংবা নামিদামী গাড়ী
সে চাবে দরিদ্ররা থাকুক সুস্থে ও উল্লাসে।


সে আমার নদী তথা সারা বিশ্বের নদী
যার একটু পরশে,মৃতপ্রায় রুগী জেগে ওঠে অনায়াসে,
যার একটু হাসিতে, অবুঝ শিশুরাও হাসে
সেই নদী একদিন, অসুস্থ সমাজকেও দেবে পাল্টে,সততার প্রয়াসে।