ওটা কি গো!
ওটা! ওটা যমুনার বুকে জাগা 
নিষিদ্ধ অবরুদ্ধ বেলাভূমি,
ওহ, বুঝবে না তুমি।


মানে কি! আহ্! বলো না?
আর ওরাই বা কারা?
সেজেগুজে সবাই যেন 
আহ্লাদে আত্মহারা!


বল্লাম না - ওটা অন্ধ চোরাগলি!
আর ওরা! হাঁ ওরাই, যত্রতত্র ফোটা 
গন্ধহীন বুনো ফুলের কলি!


ওদের কেউ কেউ অকালে ঝরে পড়ে!
কেউবা বাধ্য হয়ে আদিম পথ ধরে!
সয় জগতের সমস্ত পাপের ভর
সাজিয়ে রংয়ের বাসর ঘর!


ওরা প্রেম ভালোবাসা বিক্রি করে
চোখের পানির দরে!
দিনের আলোতে, রাতের আঁধারে,
পোড়া কপাল আরোও পুড়ে পুড়ে!


আসলে ওরাই জানেনা, ওরা কারা!
কে ওদের জম্মদাতা? জম্ম কোন পাড়া? 
আর কার পাপের দায়ভারে? সমাজ 
সংজ্ঞায়িত করে - ওরা কলঙ্কিনী কূলহারা!
==========@zh=========