চলো ফিরে যাই,
এখানে রাতভর মোহনীয় ছন্দে,
শিহরিত শিশির বিন্দু ঝরে পড়ে না;
এখানে ফুলের স্নিগ্ধ সুগন্ধে,
সম্মোহিত ভ্রমরা গুনগুন করে না।


চলো ফিরে যাই,
এখানে নদীনালা স্রোতহারা,
মলা-ঢেলা-পুঁটি মাছ অবাধে ভাসেনা;
এখানে উত্তরের অতিথি পাখিরা
মহাজোট বেঁধে বেড়াতে আসেনা।


চলো ফিরে যাই,
এখানে পরিবেশ ভারসাম্যহীন হয়,
ধ্বংসযজ্ঞ ও অমূলক পরিকল্পনায়;
এখানে মেহনতি মানুষ ক্ষুধার্ত রয়,
শ্রমের অবমূল্যায়ন ও অমর্যাদায়।


চলো ফিরে যাই,
এখানে মায়া মমতার বন্ধন ছেঁড়া,
হিংসা বিদ্বেষে নিমজ্জিত ভাই-ভাই;
এখানে ধর্ম বর্ণ দ্বন্দ্বের প্রাচীরে ঘেরা,
শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতিশ্রুতি নাই।


চলো ফিরে যাই,
এখানে প্রেম ভালোবাসার ছলে,
হৃদয় ভাঙ্গার নিষ্ঠুর খেলা চলে;
এখানে বিরহ বিচ্ছেদের দাবানলে,
মিলনের স্বপ্ন ধুঁকে ধুঁকে জ্বলে।
========@zh=======