বৃষ্টিস্নাত আষাঢ়ের এই শুভ ক্ষণে,


হারানো দিনের স্মৃতি ফিরে আসে মনে।


আনমনা মন মোর বসতো না ঘরে,


সারাবেলা কেটে যেত ছুটাছুটি করে।


খালি পায়ে হেঁটে হেঁটে কেয়া কাঁটা বনে,


বনফুল কুড়াতাম বন্ধুদের সনে।


ভ্রমরা মাতাল হতো ফুলের সুঘ্রাণে,


মোহিত হয়ে যেতাম পাখিদের গানে।


একাধারে বৃষ্টি হলে পড়াশোনা রেখে,


খেলাধুলা করতাম কাদা জল মেখে।


খেলা শেষে অনিমেষে সকলেই মিলে,


ঝাঁপ দিযে পড়তাম পাশ্ববর্তী ঝিলে।


সবশেষে অবশেষে গোধূলি লগনে,


ঘরে ফিরে যেতে হতো ভয়ার্ত নয়নে।
========@zh========