আজকাল প্রায়শই ভাবনায় আসে,


পৌঁছে গেছি জীবনের সীমানার শেষে!


আশেপাশের নিস্তব্ধ অবরুদ্ধ ঘর,


আপনেরা বোধহয় হয়ে গেছে পর!


যেদিকেই চোখ যায় সেদিকে আঁধার,


হারিয়েছি সর্বশক্তি চলার বলার!


নির্লিপ্ত নয়ন যেন দেখছে না আর,


হয়তোবা প্রাণ পাখি উড়বে এবার!


যাবার বেলায় মোর, কাছাকাছি থেকো,


অশ্রু ঝরিয়োনা শুধু, মনোবল রেখো!


পাড়া-পড়শী, আত্মীয় দেখিতে আসিলে,


ক্ষমা করে দিতে বলো ভুল ত্রুটি হলে!


ভাগাভাগি করে নিবে জমানো যা আছে,


চিরতরে রেখো মোরে বাবা মা'র কাছে!
==========@zh=========