স্বাধীনতা মানে,
উত্তল তরঙ্গের রক্তগঙ্গা পেরিয়ে,
স্নিগ্ধ সকালের সোনালি সূর্যকে
কেড়ে আনা ছিনিয়ে,
স্বাধীনতা মানে,
তপ্ত সূর্যের তীক্ষ্ণ লেলিহানে অন্যায়,
অবিচার জ্বালিয়ে পুড়িয়ে,
গণতন্ত্রের আদলে ন্যায়ের
পতাকা দেয়া উড়িয়ে।


স্বাধীনতা মানে,
নূর হোসেনের রক্তে লেখা
গণতন্ত্র মুক্তির সুদীপ্ত বর্ণমালা,
স্বাধীনতা মানে,
শহীদ সালাম, বরকত, রফিক,
জব্বারের জীবনের বিনিময়ে রক্ষিত
মাতৃভাষায় প্রাণখুলে কথাবলা।


স্বাধীনতা মানে,
পথে-প্রান্তরে অহরহ বেজে উঠা
রাখালের মনোহরী সুরেলা বাঁশি,
স্বাধীনতা মানে,
মেহনতি কৃষক-শ্রমিকের চোখে মুখে
ফুটে উঠা মুক্তোর দানা ঝলকানো হাসি।


স্বাধীনতা মানে,
যুবক যুবতীর ভাবনার আকাশ জুড়ে
সুখানন্দ ও স্বপ্নের ভেলা,
স্বাধীনতা মানে,
কিশোর-কিশোরী ও প্রৌঢ়ার
সদা সর্বদা ক্লেশ বিহীন
নির্বিঘ্নে পথে চলা।


স্বাধীনতা মানে,
বর্ণবাদের প্রস্তরাবৃত প্রাচীর
চূর্ণ-বিচূর্ণ করে বর্ণে বর্ণে মেলামেশা,
স্বাধীনতা মানে,
জীর্ণ কুটিরে জন্মেও পুরোহিতের
আকণ্ঠ ভালবাসা অর্জনের আশা।


স্বাধীনতা মানে,
কদর্য ও পঙ্কিলতার পথ
চিররূদ্ধ করে দেয়া,
স্বাধীনতা মানে,
মানবতা ও সততার নির্মল প্রশ্বাস
প্রাণ ভরে নেয়া।
=========@zh========