রূপবতী জলাধার সাতলার বিল,


লাল সবুজ গালিচা করে ঝিলমিল।


ভাসমান চাদরের ফাঁকে ফাঁকে জল,


ঝলমলে রোদ পড়ে লাগে টলমল।


জোড়া বেঁধে পানকৌড়ি ডুব দেয় জলে,


শিকারের অন্তরালে জলকেলি খেলে।


ঝাঁকে ঝাঁকে শীত পাখি দেখে শীত কালে,


আতঙ্কিত ছোট মাছ ভয়ে ভয়ে চলে।


আনন্দ উল্লাসে পূর্ণ নায়ের বহরে,


অতিথির সমারোহ সারাবেলা ধরে।


স্বীয় হস্তে তুলে তুলে শাপলার ফুল,


বিমোহিত তরুণীরা বেঁধে রাখে চুল।


প্রকৃতির রূপরেখা ফুলের ভূবন,


সাতলায় বারেবারে ফিরে যায় মন।
========@zh========