আচ্ছা ভালোবাসা, বলবে আমায় -
কোন্ দেব শক্তিতে তুমি মহিমাময়?
কেন তোমার কারণে ধর্ম বর্ণ
নির্বিশেষে সবাই একাকার হয়?
কেন তুমি অর্জিত না হলে,
প্রেমিক-প্রেমিকার হৃদয়ে জাগে
আত্মহত্যার অভিপ্রায়?


ভালোবাসা তুমি কি?
জাদুকরের ইন্দ্রজালিক বন্ধন?
নাকি জৈবিক বাসনার স্পন্দন?
তোমার অদৃশ্য স্পর্শে -
মনে কেন বাজে এত সুরেলা কীর্তন?
হৃদয়ে কেন জাগে এত শীতল শিহরণ?


জানতে ইচ্ছে হয় -
জনন তোমার কোথায়?
হৃদয়ের কোণায় কোণায়?
নাকি স্বর্গের সুখানন্দ ধারায়?
নাকি চূর্ণ হৃদয় প্রান্তের বিরহ বেদনায়?
তোমার অলীক বলয় কি
অনাবিল সুখের ভাবনায়?
নাকি ক্লেশিত আর্তনাদ ও যন্ত্রণায়?


জানতে ইচ্ছে হয় -
কেন হৃদয়ে প্রবাহিত হয়
প্রশান্তির মহড়া তোমার পূর্ণতায়?
কেন হৃদয়ে বয়ে যায়
মরুময় খরা তোমার শূন্যতায়?


ভালোবাসা আসলে তুমি কি?
প্রত্যূষ পুজোরীর হৃদয়
নিংড়ানো আশীর্বাদ?
নাকি দিবারাতে বিরহিনী রাধার
ঝরে পড়া অশ্রুর অভিশাপ ও বিষাদ?
কেন বিশেষজ্ঞরা বিস্মিত,
মাপতে তোমার অনুভূতির গভীরতা?
কেন স্বর্গ থেকে মর্ত্য অবধি বিস্তৃত
তোমার ভাব আবেগ, সুখদুঃখ,
পবিত্রতা এবং বিহ্বলতা?
==========@zh=========