তুমি সেই রুপবতী,অলংকারিনী,মায়াবি
                  শীর্ণ প্রাচীর,
বক্ষে অলভ্য বানী লয়ে,তোমার তরে গিয়েছিনু
বজ্রকন্ঠে উদাচ্ছীর্ণ বার্তা প্রেরিত করলে
                  আমারী তরে,,,,,,,,,,,,,,


আকিতে পারিনা তোমারী ছবি
গাহিতে পারিনা আমি তোমারী গুনগান
আমি নই কোন কবি,নই কোন শিল্পীরাজ।


তুমি ছিলে আমারী বক্ষে,অধরা বৃষ্টি হয়ে
হৃৎপিন্ড শীর্ণ করলে,বেদন ক্ষমতা দিয়ে
আমি চাইনা তোমারী তরে,
অনল পিপাশু ঘ্রাণ,
চাই শুধু তোমারী তরে
আনন্দের প্রেমোজ্বাল।


ভাবি একদা আসিবে পিরে,
আমারী অন্তরালে
আমি প্রতাক্ষার প্রহর,
গুনিতে নাহি পারি
তোমারী আগমনে,,,,,,,,,,,,,,,,,,