কে বলিবে সুখের দূরত্ব কতদূর?
কেহ বলে সুখের দূরত্ব এক জীবন
আবার কেহ বলে,
না না এক জীবনের একটু বেশি।


সুখ খুঁজিতে মরিয়া উঠিয়া, চারিপাশের ভূবাসী।
সুখ কই, সুখ কই , সুখের সাধনা দিবানিশী।


সকল প্রাণের শিরায় শিরায়, সুখ লিপ্সা বহমান।
সুখ কই, সুখ কই , খুঁজিয়া খুঁজিয়া হয়রান।


কেহ বলে সুখের দূরত্ব এক জীবন
আবার কেহ বলে,
না না এক জীবনের একটু বেশি ।


সুখ কামনায় আন্দোলিত, ভূজগতের স্নায়ু,
এমনি করে ক্ষয় হতে থাকা, ভূবাসীর আয়ু।


এক জীবন অন্বেষণে, যখনি পাইয়া সুখ।
আয়ুর টানাপোড়েনে, জীবন তখনি বিমুখ।