কবিতা--  দীর্ঘ অজ্ঞাতবাস শেষে

দীর্ঘ অজ্ঞাতবাস শেষে তুমি এলে।
অথচ -- তোমার প্রতি
আগের মত ভালোবাসা অনুভব করছি না।

ভাবছি তোমাকে ফিরিয়ে দেবো
                  দরজা থেকেই ; পারছি না।

তুমিহীন দীর্ঘ সময়টায়--  
   ঋজুরাত্রির  বিষণ্ণতার নীল চোখে
আমি চোখ রাখতে পারিনি।
আমাকে গিলে নিতো ভয় ( একাকীত্বের)।
অবিশ্বাসী মোরালীর সফেদ গ্রীবায় আসতো ভোর।

মৃতপ্রায় হৃদয়টা সেবা দিতে আসোনি।

বেদনার নীহার-পাতে
জীবনের স্বাদ হারিয়ে বৃষ্টির গান এঁকেছি।
জনারণ্যের সমুদ্রে প্রতিটি
দিবসের মুখে মুখে দেখেছি উপহাস,  
প্রশ্নের কৌতূহল।
নত এই মস্তিষ্ক জানে - বিচ্ছেদের শোক ;
জানে- নিজের ভেতর নিজের নির্বাসনের জ্বালা।

শুনেছি-- একটু একটু করে পাথর হবার গল্প।

দীর্ঘ অজ্ঞাতবাস শেষে তুমি এলে।
আফসোস --
তোমার প্রতি আগের মত
    ভালোবাসা অনুভব করছি না।

ভাবছি তোমাকে ফিরিয়ে দেবো
               দরজা থেকেই ; পারছি না।

অথচ আমাকে পারতেই হবে!

তোমার জানা উচিৎ --
তোমাকে ছাড়া বেঁচে থাকা অসম্ভব নয়।
জীবনের চেয়ে চিরন্তন  কোন প্রেম নেই ;
বেঁচে থাকার থেকে বড় কোন সুখ নেই।

তুমি ফিরে যাও!!

S.I ZITU