কবিতা -- তুমি আমার প্রথম প্রেম
তুমিই আমাকে শিখিয়েছো --
কিভাবে ছেড়ে যেতে হয় প্রিয়মুখ,
বুকের মেদে ভীষণ গোপনে
কিভাবে পুষতে হয় দুঃখ পাখি
কথা দিয়ে কথা না রাখার
সুনিপুণ কারুকাজ,
তুমিই আমাকে শিখিয়েছো,
তুমিই আমাকে শিখিয়েছো।
আজ আমি জেনে গেছি --
কেন মেঘের কান্না বৃষ্টি হয়ে যায়!
কেন নীল হয় আকাশের রঙ!
দীর্ঘ অপেক্ষা চোখে নিয়ে কেন রচনা হয়
"বসন্ত নয় অবহেলা "!
কেন একটা আস্ত সূর্য দাউদাউ করে জ্বলে উঠে
বক্ষঃস্থলে ঝুলে থাকা মহাশূন্যতাকে পোড়াতে থাকে!
হ্যাঁ, তুমিই আমাকে শিখিয়েছো ;
তুমিই আমাকে শিখিয়েছো।
শুধু শেখাওনি --
পুনরায় কিভাবে হৃদয় গড়তে হয় ;
কোন দাগ চিহ্ন ছাড়াই কিভাবে জোড়া লাগাতে হয়
ভেঙে যাওয়া স্বছ আয়না।
অবিশ্বাসের ভীষণ স্রোত আছড়ে পড়া তীরে
কিভাবে বিশ্বাস স্থাপন করতে হয়, শেখাওনি।
শেখাওনি -- পুনরায় কিভাবে ভালোবাসতে হয়।
S.I ZITU