চলে দ্বন্দ্ব—
আট না কী বিশ?
কাঁদে আত্মা, কাঁদে আরশ
হাসে কেবল ইবলিশ!


কষে অংক—
বিতর তিন, না এক?
বলে, বিজোড়ে বিজোড় যেটা,
সেটাই শুধু দেখ।


হিসেব করি—
এখন, আট তিন এগারো;
পরে কেন আট এক,
বলতে কি পারো?


গড়মিল, গড়মিল—
এক তিন আট বিশ,
কাঁদে আত্মা, কাঁদে আরশ,
হাসে কেবল ইবলিশ!


প্রযুক্তি যোগে—
মানি মক্কা, মানি মদিনা,
এক চাঁদ-ই সবার হবে,
অন্যকিছু জানি না।


জিতু কহে—
“চিকনে মানি একই রাত্র-দিবা,
কী হয় ভরা চাঁদে,
যখন সেটা পূর্ণিমা?”


ভণ্ডামি, ভণ্ডামি—
একই দিন, একই চাঁদ,
এক কেন না সূর্য,
জ্যোৎস্না ভরা রাত?


খোলো কিতাব—
চেয়ে দেখো, লেখা তাতে,
“একই রশি ধর সবে,
ঐক্য নেবে জান্নাতে।”


আমলের মাসে—
ঢালিস না কেউ কপট-বিষ,
কাঁদে আত্মা, কাঁদে আরশ,
হাসে কেবল ইবলিশ!


শোনো, শোনো—
ভাইয়ে ভাইয়ে রাখলে মিশ,
হাসে আত্মা, হাসে আরশ,
কাঁদে কেবল ইবলিশ!